রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সুপার ফোরে যেতে আফগানিস্তানের সমীকরণ যেমন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ৫ সেপ্টেম্বর ২০২৩

সুপার ফোরে যেতে আফগানিস্তানের সমীকরণ যেমন

ছবি সংগৃহীত

এশিয়া কাপের ১৬তম আসরের গ্রুপ পর্ব শেষ হচ্ছে আজ। ইতোমধ্যে গ্রুপথেকে পাকিস্তান ভারত সুপার ফোর নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপবিথেকে প্রথম দল হিসেবে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করেছে। দ্বিতীয় দল হিসেবে কারা তাদের সঙ্গী হবে তা নির্ধারণ হবে আজ।

তবে গ্রুপবিথেকে সুপার ফোরে যাওয়ার সবচেয়ে সহজ পথে আছে শ্রীলঙ্কা। আফগানিস্তানও যেতে পারবে তবে তাদের মেলাতে হবে অনেক সমীকরণ। বাংলাদেশের কাছে ৮৯ রানের ব্যবধানে হেরে অনেকটা ছিটকে গেছে রশিদ-নবীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে তো হবেই সেই সঙ্গে মানতে হবে জটিল সমীকরণ।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা আফগানিস্তান। ম্যাচটিতে জয় কিংবা অল্প ব্যবধানে হারলেও শেষ চারে চলে যাবে শ্রীলঙ্কা। যেহেতু তারা আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। আর আফগানদের জন্য জয়ের পাশপাশি সমীকরণও মেলাতে হবে।

আফগানদের সামনে সমীকরণটা এমন যে, শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে যে লক্ষ্য দিবে আফগানিস্তানকে সেটি ৩৫ ওভারের মধ্যে করতে হবে। আর যদি লঙ্কানরা ৩০০ রান বা তার বেশি করে তাহলে ৩৫-৩৮ ওভারের মধ্যে করলেও চলবে। যদি সেটি করতে ব্যর্থ হয় হাশমতউল্লাহ শাহিদীর দল তাহলে জয় পেলেও শেষ চারে তারা যেতে পারবে না।

অপরদিকে আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে যত রানই করবে, শ্রীলঙ্কাকে কমপক্ষে ৬০-৭০ রান আগে আটকে রাখতে হবে। তাহলে রানরেট এবং পয়েন্ট ব্যবধানে এগিয়ে শেষ চার নিশ্চিত হবে রশিদ-নবিদের। এছাড়া এই সমীকরণের বাইরে গিয়ে দলটি জয় পেলেও শেষ চারে যাবে দাসুন শানাকার দল।

গত ১০ মাসে ওয়ানডেতে দুই দল বার মুখোমুখি হয়েছে, এর একটি ম্যাচ বৃষ্টিতে শেষ হতে পারেনি। বাকি ম্যাচের ২টিতে জিতেছে আফগানিস্তান, ২টিই শ্রীলঙ্কার মাটিতে। লঙ্কানদের নড়বড়ে বোলিং লাইনআপের বিপক্ষে তাই জয়ের স্বপ্নটাই দেখছে আফগানরা।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে লঙ্কানরা। ম্যাচে জয়। রানরেট .৯৫১। এরপরেই আছে বাংলাদেশ। তাদের দুই ম্যাচে জয়। তবে নেট রানরেট .৩৭৩। আর টাইগারদের কাছে ৮৯ রানে হারার সুবাদে আফগানদের রানরেট -.৭৮০।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়