
ছবি: ইন্টারনেট
ওমানে চলমান হকি জুনিয়র এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারত ড্র করেছে। পুল এ’র ম্যাচে সালাহ স্পোর্টস কমপ্লেক্সে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টিম ইন্ডিয়া।
শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, হাইভোল্টেজ ম্যাচে প্রথমে লিড নেয় ভারত। কাউন্টার অ্যাটাকিংয়ে পাকিস্তান ডিফেন্সকে বোকা বানান শারদানন্দ তিওয়ারি
শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ ড্র হয়। ফলে নিজেদের তৃতীয় খেলায় ১ পয়েন্ট পায় ভারত। এতে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়ালো ৭। এর আগে ২ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় তারা।
পুল-এ'তে পাকিস্তানও এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে। তাদের পয়েন্টও ভারতের সমান। তবে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ফলে প্রথম স্থানে রয়েছে তারা। আর দ্বিতীয় মেন ইন গ্রিনরা।
এ পুলে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ১৮-০ গোলের বিরাট ব্যবধানে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে জাপানকে ৩-১ গোলে পরাজিত করে তারা। তবে পাকিস্তানের বিপক্ষে হোঁচট খেলো দলটি।
এ গ্রুপে অপর ম্যাচে চাইনিজ তাইপেকে ১০-১ গোলে হারিয়েছে জাপান। তাতে তাদের ঝুলিতে যোগ হয়েছে ৬ পয়েন্ট। ফলে তৃতীয় স্থানে রয়েছে তারা।