
ছবি: ইন্টারনেট
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। তবে সেই সফরের আরও দেড় মাসের মতো সময় বাকি থাকলেও, এখনই দল ঘোষণা করেছে দেশটি।
আগামী ৩ জুলাই শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জুনিয়র প্রোটিয়ারা। আগামী বছর যুব বিশ্বকাপকে লক্ষ্য করেই এ প্রস্তুতি সিরিজ খেলবে দু’দল। ২০২৪ সালে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
এদিকে দল ঘোষণার পর দলটির প্রধান নির্বাচক বলেন, এই সফরে আমরা খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে একটা ধারণা পাব। আগামী বছর প্রায় একই কন্ডিশনে আমরা যুব বিশ্বকাপ খেলব। তাই একই ধরনের কন্ডিশনে খেলোয়াড়রা কেমন দক্ষতা দেখাতে পারে সে সুযোগও তাদেরকে দিবে এ সফর।
SA U19 MEN'S SQUAD ANNOUNCEMENT ?
— Proteas Men (@ProteasMenCSA) May 21, 2023
1⃣5⃣ players
5⃣ x 50-over matches
? Bangladesh
?️3-18 July
Full squad ? https://t.co/aq5wxQqkTa#BePartOfIt pic.twitter.com/gckEtp1vfa
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ স্কোয়াড
লিয়াম অ্যাল্ডার, এসা গঙ্গাত, থেবে গাজাইড, বেনি হ্যানসেন, জুয়ান জেমস, ট্রিস্তান লুউস, কুয়েনা মাফাকা, দেওয়ান মারিয়াস, রোমাশান পিলে, সিফো পোটসান, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলেটসওয়ান, ডেভিড টিগার, জোনাথন ভ্যান জিল, অলিভার হোয়াইটহেড।
রিজার্ভ: মার্টিন খুমালো, রিলে নর্টন, এনটান্ডো জুমা।