বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, জ্যৈষ্ঠ ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দূরপাল্লার বাসে বসছে সিসি ক্যামেরা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ২৬ মে ২০২৫

দূরপাল্লার বাসে বসছে সিসি ক্যামেরা

ছবি: ইন্টারনেট

ঈদ যাত্রায় দূরপাল্লার বাসে ডাকাতি-ছিনতাইসহ নারী যাত্রী হেনস্তা বন্ধে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এই বিষয়ে গতকাল শনিবার জরুরি নির্দেশনা দিয়ে বাস মালিক এবং সমিতিসহ জেলা শাখার অন্তর্ভুক্ত কম্পানিদের চিঠি পাঠায় মালিক সমিতি। এর আগে এসব বিষয়ে ব্যবস্থা নিতে মালিক সমিতিকে গত এপ্রিল চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

সড়ক-মহাসড়ক দূরপাল্লা রুটে চলাচলকারী গাড়িতে দিনে/রাতে (নাইট কোচে) ডাকাতি রোধকল্পে প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জরুরি আলোচনা সিদ্ধান্ত গ্রহণের জন্য রবিবার (২৫ মে)বেলা ১১টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।

এদিকে শনিবার (২৪ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বেশ কিছুদিন যাবৎ দূরপাল্লা রুটের বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীগণ প্রায়ই ডাকাতি-ছিনতাইসহ নারী যাত্রীরা বিভিন্নভাবে লাঞ্চনা/হেনস্তার শিকার হইতেছেন এবং ওভারস্পিডে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। উল্লেখিত ঘটনা সঠিকভাবে নির্ণয় তদন্ত করা এবং বন্ধ করার জন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিষয়টি বাধ্যতামূলক করে আমাদেরকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, এমতাবস্থায় আপনাদের সমিতি/জেলা শাখার অন্তর্ভুক্ত দূরপাল্লা রুটে চলাচলকারী প্রতিটি কম্পানি সমিতির বাসে অনতিবিলম্বে আগামী সাত দিনের ( জুন) মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য মালিকদের নির্দেশ প্রদান করতে বলা হলো।

এই নির্দেশনা যথাযথভাবে পালন না করলে স্ব-স্ব গাড়ির মালিকের বিরুদ্ধে সাংগঠনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ক্যামেরা স্থাপন না করলে এবং গাড়ির স্পিড গভর্নর সিল করা না থাকলে প্রয়োজনে সেসব গাড়ি চলাচলে সিরিয়াল প্রদান বন্ধ রাখার জন্য বলা হলো।

এর আগে গত ২০ মে অন্য এক চিঠিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, সম্প্রতি দূরপাল্লা রুটে দুর্ঘটনার হার অনেকাংশে বেড়েছে। এমতাবস্থায়, দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে আপনাদের সমিতি/কম্পানির স্ব-স্ব রুটের চালক, সুপারভাইজার হেলপাররা যাহাতে বিশেষ সতর্কতার সাথে ট্রাফিক নিয়ম-কানুন মেনে গাড়ি পরিচালনা করে, ওভার স্পীডে গাড়ি না চালায় এবং বেপরোয়াভাবে গাড়ি ওভারটেকিং না করে, ব্যাপারে জরুরি ভিত্তিতে গাড়ির স্টাফদের সাথে কাউন্সিলিং বা আলোচনা সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হলো

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়