
ছবি: ইন্টারনেট
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে, এদের ইতিহাস দেশের মানুষ জানে। আমরা জানি, তারা ক্ষমতায় গিয়ে কী করবে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারীস্থ অপরাজেয় ৭১ প্রাঙ্গণে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তাড়াহুড়া করে সরকারকে কাজ করতে না দেয়া, আমরা ভালো নজরে দেখছি না। সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব আক্ষেপ করে বলেছেন, হুজুর কাজ করতে পারছি না, চারপাশ থেকে অসহযোগিতা চলছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রও চলছে।
পীর চরমোনাই বলেন, এই দেশ মগের মুল্লুক নয়। যাদের যা ইচ্ছে তাই করবে বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। আমরা দেশ, ইসলাম, ন্যায় ও মানবতার পক্ষে ছিলাম, আছি এবং থাকব।
তিনি স্মরণ করিয়ে দেন, ছাত্র ও জনতা যখন রাজপথে নেমেছিল, তখন একমাত্র ইসলামী আন্দোলনই ব্যানার নিয়ে রাস্তায় নেমেছিল। অন্য কোনো দল তখন রাস্তায় ব্যানার নিয়ে আসতে সাহস পায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ছোট দল নয়। আল্লাহর রহমতে আমরা দেশের ৩০০ আসনেই প্রার্থী দিতে পারি।
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনীতিতে যে নতুন ধারা সূচিত হয়েছে, তা পরিবর্তনের জন্য সুযোগ এনে দিয়েছে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছি। নতুন করে তারা কী দেবে তা দেশের মানুষ জানে। তাই পরিবর্তন দরকার। একটি সুন্দর বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখার ছায়াতলে আসুন এবং আমাদের সমর্থন দিন।
জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ হাফিজ উদ্দীন।