রোববার ২৫ মে ২০২৫, জ্যৈষ্ঠ ১১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাচ্ছি, কাউকে দিচ্ছি না : প্রেস সচিব

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ২৫ মে ২০২৫

চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাচ্ছি, কাউকে দিচ্ছি না : প্রেস সচিব

ছবিঃসংগৃহীত

‘সরকার চট্টগ্রাম বন্দর কাউকে হস্তান্তর করছে না’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (২৫ মে) রাজধানী ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “আমরা চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাই, কিন্তু এটিকে কোনো দেশের হাতে তুলে দিচ্ছি না। বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যেন বন্দরের নির্দিষ্ট টার্মিনালগুলো পরিচালনা ও বিনিয়োগ করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করতে চাই।”

শফিকুল আলম আরও বলেন, ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সরকার চায়, তারা বন্দর ব্যবস্থাপনার অংশ নিয়ে পেশাদারভাবে পরিচালনায় যুক্ত হোক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়