শনিবার ২৪ মে ২০২৫, জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: ওয়াহিদউদ্দিন

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২৪ মে ২০২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: ওয়াহিদউদ্দিন

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, কেউ পদত্যাগ করছেন না। সবাই থাকছেন।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। তিনি পদত্যাগ করছেন না। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি।

উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন বলেন, ‘দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতাগুলো আসছে, সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে কী প্রতিবন্ধকতা হচ্ছে, কার কী প্রতিবন্ধকতা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজ আমরা এগিয়ে নিতে গেলে কী হচ্ছে, সেগুলো আমরা দেখছি।

আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো কথা হয়েছে কি না, প্রশ্নের কোনো জবাব না দিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, ক্ষেত্রেও যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়