বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, জ্যৈষ্ঠ ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২৬ মে ২০২৫

জুনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের যে দেশ

ছবি: ইন্টারনেট

মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ঘোষণা করেছেন, আগামী জুন মাসে তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। রোববার মোস্তা শহরে এক রাজনৈতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

তিনি জানান, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ফ্রান্স সৌদি আরবের যৌথ নেতৃত্বে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে,এই স্বীকৃতি ঘোষণা করা হবে। সেখানে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হবে।

মাল্টা এরইমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে এবং ২০২৩ সালের এপ্রিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ণ ফিলিস্তিনি সদস্যপদ সমর্থন করেছে। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

প্রধানমন্ত্রী আবেলা বলেন, গাজার মানবিক বিপর্যয়ের দিকে আমরা চুপ থাকতে পারি না। চার দশকেরও বেশি সময় আলোচনার পর, এবার মাল্টা সরকার আনুষ্ঠানিক স্বীকৃতির পথে অগ্রসর হচ্ছে। সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেয়রু ঘোষণা দিয়েছেন, ফ্রান্স, যুক্তরাজ্য কানাডা যৌথভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই স্বীকৃতি আন্তর্জাতিকভাবে ১৭২০ জুন অনুষ্ঠিতব্য এক সম্মেলনের সময় ঘোষণা করা হতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়