মঙ্গলবার ০৭ মে ২০২৪, বৈশাখ ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পরিবেশ বাঁচাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৯:৪১, ২১ মে ২০২৩

আপডেট: ১৯:৪৫, ২১ মে ২০২৩

পরিবেশ বাঁচাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজ আয়োজিত পরিবেশ দূষণ বিষয়ক সেমিনারে যোগ দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও অন্যান্য অতিথিরা।

শনিবার (২০ মে) ঢাকায় এক সেমিনারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও পেশাজীবীরা পরিবেশ বাঁচাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার পরিবেশ বাঁচাতে পদক্ষেপ নিচ্ছে এবং বড় ধরনের পরিবেশ ধ্বংসের কোনো সুযোগ থাকবে না।

আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।

ভারতীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সাবেক চেয়ারম্যান এসপি গৌতম এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বাসুদেব ধর। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস গ্রুপের চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়