আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারটা আদালতের রায়ে, নির্বাচন কমিশনের মাধ্যমে অথবা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমেও হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। দৈনিক যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি আজ মঙ্গলবার পত্রিকাটিতে প্রকাশিত হয়।