রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ড. ইউনূসকে নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিএনপি: ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৩

ড. ইউনূসকে নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিএনপি: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

বিএনপি এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এক এগারোর মতো অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ( সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশীতে জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত মিছিলের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন তিনি।

আয়োজনে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শেখ হাসিনার থেকে আপন কেউ নেই। গত ১৪ বছরে তা প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং পাশ্ববর্তী দেশের সাথে আওয়ামী লীগের সম্পর্কে ফাটল ধরাতে এবারের দুর্গাপূজায় সাম্প্রদায়িক গোষ্ঠী অপকর্ম করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের। অশুভ শক্তির যে কোন তৎপরতা এড়াতে দেশবাসীকে সজাগ থাকার পরামর্শ তিনি।

একই সাথে হিন্দুদের মন্দির এবং বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহবানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়