
ছবি সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যু সামনে নিয়ে আনা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন বিষয় না। ব্যক্তিগত প্রতিহিংসার শিকার ড. ইউনুস।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেঙ্গু শুধু ঢাকা নয় সারাদেশে সংক্রামণ রোগের মতো ছড়িয়ে গেছে। যে কোন ব্যাধি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। ঢাকার দুই সিটি করপোরেশনের দায়বদ্ধতা নেই। নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ তারা। করোনাকালেও ব্যর্থ হয়েছে সরকার।
তিনি বলেন, জনগণের নুন্যতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। এ ব্যর্থতা নিয়ে ঢাকার দুই মেয়রের পদত্যাগ করা উচিত।