শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকাসহ ১৫ জেলা ও মহানগরে বিএনপির কর্মসূচি ঘোষণা

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ২৭ মে ২০২৩

আপডেট: ১৫:০৫, ২৭ মে ২০২৩

ঢাকাসহ ১৫ জেলা ও মহানগরে বিএনপির কর্মসূচি ঘোষণা

ফাইল ফটো

সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকা মহানগরসহ দেশের ১১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। গত ১৩ মে সারাদেশে দলের ৮২ সাংগঠনিক ইউনিটে চারদিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়। ‘উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্ত আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ’ এবং ১০ দফা দাবীতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালন করা হবে।

শনিবার (২৭ মে) বিএনপির ঘোষিত কর্মসূচির শেষ দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের অন্যান্য দাবির সঙ্গে মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিও রয়েছে।

সারাদেশে সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নোয়াখালীতে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, পঞ্চগড়ে দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক জাহিদ হোসেন, বাগেরহাটে ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঝিনাইদহে  ভাইস-চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন, নড়াইলে ভাইস-চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী, জয়পুরহাটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নাটোরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, শরিয়তপুরে উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, যশোর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, হবিগঞ্জে যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাইবান্ধায় যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত থাকবেন। গণফোরাম জোটের উদ্যোগে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়