মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শোকাবহ আগস্ট শুরু

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ১ আগস্ট ২০২৪

শোকাবহ আগস্ট শুরু

ছবি সংগৃহীত

আজ পহেলা আগস্ট। সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিষাদময় স্মৃতি নিয়ে শুরু হলো শোকের মাস।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জাতীয় জীবনে নেমে এসেছিল এক কালরাত। সেদিন জাতি হারিয়েছে জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সপরিবারে তাঁকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি নারী-শিশুও। এমনকি বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজনদেরও হত্যা করা হয় খুঁজে খুঁজে।

গোটা বিশ্বে এক নজিরবিহীন ঘটনা। স্বাধীন বাংলাদেশে কতিপয় বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুসহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার সহধর্মিণী আরজু মণি কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য আত্মীয়কে হত্যা করে। বিদেশ থাকায় রক্ষা পান আওয়ামী লীগের বর্তমান সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা।

প্রতি বছর আগস্টকে শোকের মাস হিসেবে পালন করে বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৫ আগস্টজাতীয় শোক দিবসহিসেবে সরকারিভাবে পালিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়