শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ১ জুন ২০২৩

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

ছবি: ইন্টারনেট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বৃহস্পতিবার ( জুন) জাতীয় সংসদে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত বাজেট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করার পর বিকাল ৩টায় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। 

দেশের ইতিহাসে ৫২তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চলতি মেয়াদের সর্বশেষ বাজেট এটি।

অর্থমন্ত্রী যে বাজেট বক্তব্য দেবেন তার শিরোনাম দেওয়া হয়েছে- ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।

প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল বাজেটের ঘাটতি লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়