
ছবি: ইন্টারনেট
নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেকপাড়া এলাকার ৩ বছরের শিশু জুইকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন শাহজালাল, আশরাফুল ও জাকির হোসেন। তারা কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। রূপগঞ্জে তারা ভাড়া থাকতেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ অক্টোবর ভোরে নিজ বাড়ি থেকে শিশু জুই আক্তারকে অপহরণ করে ওই তিন আসামি। এরপর শিশুটিকে জীবিত ফেরত দিতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তপণ না পেয়ে শিশু জুইকে হত্যা করে তারা।
পরদিন সকালে বাড়ির পাশের বালুর মাঠে শিশু জুইয়ের হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।
পুলিশ আসামিদের গ্রেপ্তারের পর বেড়িয়ে আসে তারা ছিলেন ওই শিশুটির বাড়ির ভাড়াটিয়া। পরবর্তী দুই আসামি জবানবন্দিতে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন।
মামলাটিতে ৬ জনের সাক্ষ্য শেষে আজ আদালত তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছে শিশুটির পরিবারসহ মামলার বাদী। আসামিদের এ রায় দ্রুত কার্যকরের দাবি তাদের।