
ছবি: ইন্টারনেট
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরও তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) পাঁচ দিনের রিমান্ডে শেষে আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত নতুন করে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ২৫ মে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।