শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্কটল্যান্ডে গুরুদুয়ারায় ঢুকতে পারলেন না বিক্রম দোরাইস্বামী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩

স্কটল্যান্ডে গুরুদুয়ারায় ঢুকতে পারলেন না বিক্রম দোরাইস্বামী

ছবি সংগৃহীত

কানাডায় খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ঘটনায় এবার স্কটল্যান্ড সফরের সময় গুরুদুয়ারায় প্রবেশ করতে পারেননি যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

স্কটল্যান্ডের গ্লাসগোতে গুরুদুয়ারা পরিদর্শনের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু খালিস্তান আন্দোলনের নেতারা তাকে সেখানে প্রবেশে বাধা দেয়। গতকাল শুক্রবার ঘটনা ঘটে।

গুরুদুয়ারায় প্রবেশ না করতে পেরে বিষয়টি যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছে তুলে ধরেন ভারতীয় এই হাকমিশনার।

সূত্র জানায়, দোরাইস্বামী স্কটল্যান্ড সফরের সময় গুরুদুয়ারা কর্তৃপক্ষ তাকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানটি পরিদর্শনের আমন্ত্রণ জানায়। সময় সেখানে বসবাসরত শিখ সম্প্রদায়ের একটি অংশ গুরুদুয়ারার বাইরে বিক্ষোভ করে এবং নানা স্লোগান দেয়। সময় তারা বিক্রম দোরাইস্বামীকে সেখানে প্রবেশে বাধা দেয়।

এদিকে হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের এজেন্টরা জড়িত বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তোলার পর ভারত কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। অবশ্য ভারত এই অভিযোগকেঅবাস্তব উদ্দেশ্যপ্রণোদিতউল্লেখ করে প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে গতকাল স্কটল্যান্ডের ঘটনা ঘটল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়