শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জেল পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৪:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩

পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জেল পরিবর্তন

ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে অ্যাটক কারাগার থেকে আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। গতকাল সোমবার ইসলামাবাদের হাইকোর্ট এ আদেশ দেন।

অ্যাটক কারাগারে থাকা ইমরান খানের সুযোগ-সুবিধা নিয়ে গতকাল আদালতে একটি শুনানি হয়। ওই শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ইমরান খানকে আদিয়ালা কারাগারে না নিয়ে কেন আটক কারাগারে রাখা হয়েছে তার প্রশ্ন তোলেন। এরপরই তিনি ইমরানকে আদিয়ালা কারাগারে নেওয়ার আদেশ দেন।

শুনানিতে ইমরান খানের আইনজীবী আদালতের কাছে অনুরোধ করেন পিটিআইয়ের এই নেতাকে যেন শরীরচর্চার জন্য ব্যায়ামের যন্ত্র দেওয়া হয়। তবে এটি নাকোচ করে বিচারপতি বলেন, এখন সাধারণ ও উন্নত এই দুই ধরনের কারাগার রয়েছে। ইমরান খানকে উন্নত ধরনের কারাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ, গত ৫ আগস্ট ইসলামাবাদের জেলা বিচারিক আদালত তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে অ্যাটক কারাগারেই আছেন ইমরান। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট (এএইচসি) এই সাজা স্থগিত করেন। কিন্তু অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে রিমান্ডে থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়