শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই ইসরায়েলিদের ভ্রমণের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৪:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই ইসরায়েলিদের ভ্রমণের সুযোগ

ছবি সংগৃহীত

প্রেসিডেন্ট জো বাইডেট প্রশাসন ভিসা ছাড়াই ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ দেবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) গতকাল সোমবার করা এক টুইটে তিনি বলেন, ‘আমাদের যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আগামী নভেম্বর থেকে ইসরায়েলিরা মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবে।’

এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল সোমবার বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) এক মুখপাত্রও একই কথা বলেছেন। তিনি সোমবার আল জাজিরাকে পাঠানো এক ইমেইলে বলেছিলেন, ‘আমাদের এই সময়ে এ বিষয়ে প্রকাশ্যে ঘোষণা করার কিছু নেই। তবে ডিএইচএস ও স্টেট ডিপার্টমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে খুব শিগগিরই।’

এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন দেশটির আরব বিশ্ব থেকে যাওয়া নাগরিকেরা। কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রের ‘ভিসা ওয়েভার প্রোগ্রামের’ অন্তর্ভুক্ত হলে দেশটিতে মার্কিন নাগরিকেরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে। কিন্তু ইসরায়েল অনেক আগে থেকেই আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে আসছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়