
ছবি: ইন্টারনেট
চীনে সরকারি কর্মকর্তাদের অ্যাপলের আইফোন এবং অন্যান্য বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফোনের ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। এমনকি বিদেশি ব্র্যান্ডের অন্যান্য ডিভাইসও ব্যবহার না করতে এবং সেগুলো অফিসে না আনতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) এই তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
বাণিজ্য, প্রযুক্তিসহ বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরোধ চলছে। এর মধ্যেই সরকারের পক্ষ থেকে এমন বিধিনিষেধের বিষয়টি সামনে এলো।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাজের জন্য আইফোন ব্যবহার না করা বা সেগুলো অফিসে না আনার বিষয়ে গত কয়েক সপ্তাহে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অধস্তনদের এসব আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, সারা বিশ্বের মধ্যে চীন অ্যাপলের অন্যতম বড় বাজার এবং মার্কিন এই সংস্থাটির আয়ের প্রায় এক-পঞ্চমাংশ আসে এশীয় এই পরাশক্তি দেশটি থেকে।