বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এরদোয়ানের জয় উদযাপন করল গাজাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ২৯ মে ২০২৩

এরদোয়ানের জয় উদযাপন করল গাজাবাসী

ছবি: ইন্টারনেট

এরদোয়ানের জয় উদযাপনে গাজা উপত্যকায় তৈরি ঐতিহ্যবাহী খাবার কুনাফেহর বিতরণ, গাড়িতে এরদোয়ানের ছবি তুরস্কের পতাকা টানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাসিন্দারা। ছবি: সংগৃহীত

তুরস্কে বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের টানা তৃতীয় মেয়াদের জয় উদযাপন করেছে ফিলিস্তিনের গাজা উপত্যকাবাসীও।

মধ্যপ্রাচ্যে সংকটে থাকা গাজাবাসী ফিলিস্তিনিরা এরদোয়ান তুরস্ককে তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে দেখে আসছে।  

সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি অবরোধে থাকা ভূখণ্ডটির খান ইউনিস, গাজা সিটিসহ বিভিন্ন শহরের বাসিন্দারা গাড়িতে এরদোয়ানের ছবি তুরস্কের পতাকা টানিয়ে জয় উদযাপন উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এরদোয়ানের নামে স্লোগান দেন।

আরবের ঐতিহ্যবাহী মিষ্টান্ন কুনাফেহর দোকানগুলো থেকে পথচারীদের মধ্যে মিষ্টিজাতীয় খাবার বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অনেকে তুরস্কের পতাকা এরদোয়ানের ছবি সংবলিত কুনাফেহর বিশেষ ট্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

উপত্যকাটির সড়কে ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্য বাজিয়ে জয় উদযাপন করতে দেখা যায় অনেককে।

ইসরায়েলের সঙ্গে সম্প্রতি তুরস্কের সম্পর্ক স্বাভাবিক করার পরও এরদোয়ানকে বিশ্বস্ত মিত্র ভাবেন ফিলিস্তিনিরা। তুরস্কে হাজার ফিলিস্তিনির বাস, যাদের অনেকেই গাজা উপত্যকা থেকে দেশটিতে আশ্রয় নিয়েছেন।

তুরস্কে রোববার (২৮ মে) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে একে পার্টির প্রধান এরদোয়ান পান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপল পার্টির (সিএইচপি) প্রধান কামাল কিলিচদারোলু পান ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে কিলিচদারোলুর চেয়ে এগিয়ে থাকলেও অল্প ভোটের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি এরদোয়ান। এতে করে ভোট গড়ায় দ্বিতীয় দফায়।

সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়