
কমেডি ধাঁচের গল্পের নাটক ’মেরিজান’
ঢাকা শহরের কাজের লোক বা গৃহকর্মীদের জীবনে প্রেম, আকাঙ্ক্ষা ও পরিণতির গল্প ‘মেরিজান’ নাটক- যেখানে গৃহকর্তার কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কাজের মেয়ে ও দারোয়ানের প্রেম কাহিনি এগিয়ে যায়। দর্শক হিসেবে এই শহরে নিম্নশ্রেণি পেশায় যুবক-যুবতীর প্রেম, প্রণয় প্রতিফলিত হয়েছে, যা সম্পূর্ণ কমেডির মাধ্যমে নাটকে উপস্থাপিত হয়।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা এ্যালেম টিটো জানিয়েছেন, কমেডি ধাঁচের গল্প নিয়ে 'মেরিজান' নাটকটি নির্মাণ করছি। গল্পের চাহিদা অনুযায়ী অভিনয়শিল্পী বাছাই করেছি। আশা করছি দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন।
ঘুড্ডি নেটওয়ার্কের প্রযোজনায় এ্যালেন টিটো’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আশরাফ সুপ্ত, সিনথিয়া ইয়াসমিন, মুন্নু হাজরা, শাফিজ মামুন, জয়া, রিয়ানা, নূর এ কাঞ্চন প্রমুখ।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ঈদুল আজহায় ঘুড্ডি নেটওয়ার্কের ইউটিউব চ্যানেল ও একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।