শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ৪ নভেম্বর ২০২৩

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি: ইন্টারনেট

বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া নভেম্বর ২০২৩ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদনের পর প্রার্থীদের বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে। তিন ধাপের বাছাইয়ের প্রথমেই প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে।

প্রার্থীদের প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান , ভুল উত্তরের জন্য .৫০ নম্বর করে কাটা হবে।

প্রার্থীদের লিখিত পরীক্ষায় নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি পাওয়া যাবে http://www.ntrca.gov.bd ওয়েবসাইটে, আবেদন করতে হবে http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়