বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশে রিজার্ভ বেড়ে ৩০.৩৬ বিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬, ১০ মে ২০২৩

আপডেট: ১৮:১৬, ১০ মে ২০২৩

দেশে রিজার্ভ বেড়ে ৩০.৩৬ বিলিয়ন ডলার

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

একদিন আগেও রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। বিশ্বব্যাংকের বাজেটের ঋণসহায়তা হিসেবে ৫০৭ মিলিয়ন ডলার ঋণ পাওয়ায় এ রিজার্ভ বেড়েছে।

মেজবাউল হক বলেন, আমরা বিশ্বের যে সংস্থাগুলো থেকে ঋণসহায়তা চেয়েছি, বিশ্বব্যাংকের ঋণ সহায়তা এরই মধ্যে পেয়েছি। অন্যান্য সংস্থা থেকে খুব শিগগিরই ঋণসহায়তা পাবো বলে আশা করছি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরো বলেন, বাংলাদেশ ব্যাংক আশাবাদী সংস্থাগুলো থেকে ঋণ সহায়তা পেলে জুন শেষে দেশের রিজার্ভের পরিমাণ থাকবে ৩২ বিলিয়ন ডলার। দাতা সংস্থা আইএমএফের শর্তের আলোকে জুন ভিত্তিক দেশের নিট রিজার্ভ পরিপূর্ণ থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে ৪০০ মিলিয়ন ডলার, জাইকার কাছে ৩২০ কোটি ডলার এবং কোরিয়ার কাছে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে সরকার, যা আগামী জুনের মধ্যেই পাওয়ার চেষ্টা করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এসব ঋণ পাওয়া গেলে জুনের মধ্যে রিজার্ভে বাড়তি ১ বিলিয়ন ডলার যোগ হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়