শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কফির ব্যবসা মন্থর

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ২৭ মার্চ ২০২৩

কফির ব্যবসা মন্থর

ছবি: ইন্টারনেট

বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ ভিয়েতনামে গত সপ্তাহে কফির ব্যবসা মন্থর হয়েছে। পানীয় পণ্যটির মজুত কমায় মন্থরতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, একই সময়ে বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক ইন্দোনেশিয়াতেও কফি বাণিজ্য ধীর হয়েছে। দেশটিতে কয়েক দিন সরকারি ছুটির থাকার কারণে ধীরতা সৃষ্টি হয়েছে।  

ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডসে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়। গত সপ্তাহে সেখানকার কৃষকরা প্রতি কেজি পণ্যটি বিক্রি করেছেন ৪৬০০০ থেকে ৪৮৫০০ ডংয়ে। আগের সপ্তাহে যা ছিল ৪৬৩০০ থেকে ৪৭৪০০ ডং (ভিয়েতনামি মুদ্রা)

এক ব্যবসায়ী বলেন, বাজারে কফি বেচাকেনা বেশি নেই। মুহূর্তে পণ্যটি কেনা কঠিন হয়ে গেছে। কারণ, ভিয়েতনাম ইন্দোনেশিয়া তা প্রচুর পরিমাণে সরবরাহ করছে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়