
ছবি: ইন্টারনেট
স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) রিজার্ভ বাড়ছেই। গত ১৭ মার্চ শেষ হওয়া সপ্তাহে এসবিপির বিদেশি মুদ্রার সঞ্চায়ন বেড়েছে ২৮০ মিলিয়ন ডলার। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৪ দশমিক ৬ বিলিয়ন ডলারে।
শুক্রবার (২৪ মার্চ) এসবিপি এ তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে টানা ৬ সপ্তাহ পাকিস্তানের রিজার্ভ বাড়লো। তবে এখনও তা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। যা দিয়ে ১ মাস আমদানি ব্যয় মেটানো যাবে। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে এসবিপি জানিয়েছে, সবমিলিয়ে বর্তমানে পাকিস্তানের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
ব্যাংকটি বলছে, ২০২৩ সালের ১৭ মার্চ শেষ হওয়া সপ্তাহে এসবিপির রিজার্ভ বৃদ্ধি পেয়েছে ২৮০ মিলিয়ন ডলার। এতে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকটিতে সর্বমোট বিদেশি মুদ্রা সঞ্চিত হয়েছে ৪ হাজার ৫৯৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।
সম্প্রতি ৫০০ মিলিয়ন ডলার বাণিজ্যিক ঋণ পেয়েছে পাকিস্তান সরকার। ফলে এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।
চলতি মাসের শুরুতে পাকিস্তানের জন্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়ালি ব্যাংক লিমিটেড (আইসিবিসি)। ইতোমধ্যে যার কয়েক কিস্তি পাওয়া গেছে। এতে এসবিপির রিজার্ভ আরও বেড়েছে।