বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, বৈশাখ ২৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাকে খুন

মফস্বল ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ১৩ জুন ২০২২

আপডেট: ১৯:২১, ১৩ জুন ২০২২

জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাকে খুন

প্রতিনিধির পাঠানো ছবি

নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে রেজাউল করিম পটু মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

সোমবার (১৩ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

খোঁজ নিয়ে জানা যায়, রেজাউলের সঙ্গে প্রতিবেশী ইজাজুলদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বিকেল ৩টার দিকে ইজাজুলসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে পটু মোল্যাকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আলোআভা/ শেখ ফরিদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়