শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শিশুখাদ্যে ভেজাল; ডেমরার আল ফালাক ফুড কারখানা সিলগালা

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ৮ মে ২০২৩

শিশুখাদ্যে ভেজাল; ডেমরার আল ফালাক ফুড কারখানা সিলগালা

ছবি: ইন্টারনেট

রাজধানীর ডেমরার মাতুয়াইলে আল ফালাক ফুড এন্ড বেভারেজ নামে একটি ভেজাল শিশুখাদ্যের কারখানায় অভিযান চালাচ্ছে বিএসটিআই। উৎপাদিত পণ্যে নানান ভেজাল আর অনুমোদনহীন হওয়ায় সিলগালা করে দেয়া হয় কারখানাটি।

সোমবার ( মে) দুপুরে বিএসটিআই পরিচালিত ঝটিকা অভিযানে পাওয়া যায় অনুমোদনহীন শিশুখাদ্যের কারখানা। দেখা যায়, নানান ভেজাল উপাদান দিয়ে তৈরি হচ্ছে ম্যাংগো জুস। এছাড়াও লাচ্ছি আর পাস্তুরিত দুধেও পাওয়া গেছে নানান ভেজাল উপাদান। আরও মিলেছে ললিপপ, পুডিং, লিচুর মতো ভেজালে তৈরি নানান শিশুখাদ্য।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএসটিআইয়ের সহকারি পরিচালক জিশান আহমেদ তালুকদার। তিনি জানান, খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য অভ্যন্তরীণ যেসব ল্যাব ফ্যাসিলিটিজ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই কারখানায় থাকা দরকার তার কিছুই এখানে ছিল না। পাশাপাশি যেসব কেমিক্যাল, ফ্লেভার ব্যবহার করা হচ্ছে সেগুলোও পরীক্ষা করে দেখা হয়েছে। সেগুলোও অননুমোদিত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়