
ফাইল ফটো
শিশুদের আটকে রেখে মুক্তিপণ আদায় করা একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা বিভাগ।
শনিবার (৬ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৬ থেকে ৭ বছর আনুমানিক ৬শ’ শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে তারা। চক্রটি শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করতো। মুক্তিপণ হিসেবে চাইতো ১০ থেকে ৫০ হাজার টাকা। তবে ৫শ টাকা পেলেও মুক্তি মিলতো শিশুদের।
পরিবারের অভিযোগের ভিত্তিতে শিশু অপহরণ চক্রের তিন সদস্যকে শুক্রবার গাজীপুর থেকে গ্রেফতার করে ডিএমপির উত্তরা বিভাগ।