বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকায় গ্যাসের গন্ধ

অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে রাস্তায় ফায়ার সার্ভিসের টহল

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ২৫ এপ্রিল ২০২৩

অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে রাস্তায় ফায়ার সার্ভিসের টহল

ফাইল ফটো

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আপাতত বাসাবাড়িতে গ্যাসের চুলা না জ্বালাতে এবং নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে তিতাস।

এদিকে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, যেসব এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, আপাতত সেসব জায়গায় কয়েক ঘণ্টা চুলা জ্বালানো থেকে বিরত থাকাই নিরাপদ। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট রাস্তায় টহলে বের হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে ঢাকা শহরের ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট।

সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের কাছে গ্যাস লিকেজের খবর জানিয়ে ফোন আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত দশটার পর থেকে রাজধানীর খিলগাঁও, রামপুরাসহ প্রায় পুরো রাজধানী থেকে আমাদের কাছে গ্যাস লিকেজের ফোন এসেছে। এসব ফোন পাওয়ার পর আমাদের দুটি টিম বিভিন্ন জায়গায় লিকেজের বিষয়টি দেখতে পায়। আমাদের টিম প্রাথমিকভাবে জানতে পারে গ্যাসের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ঢাকা শহরের ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট।

এদিকে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়