সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯ শতাংশ পাস

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ৭ জুন ২০২৩

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯ শতাংশ পাস

ছবি: ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার দশমিক ৬৯।

বুধবার ( জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক অধ্যাপক . আব্দুল বাছির প্রমুখ।

প্রকাশিত ফলাফলে বছর পাসের হার দশমিক ৬৯ শতাংশ এবং মোট পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন। বাকি ৯০ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এবার কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিটে হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট পরীক্ষা দিয়েছে লাখ ১৫ হাজার ২২৩টি। তাদের মধ্যে পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর দশমিক ৬৯ শতাংশ। ৯০ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এবার এই ইউনিট থেকে ২৯৩৪ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

এর আগে গত মে কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেশের আটটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার ফল দেখবেন যেভাবে

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল অনলাইনে দেখা যাবে। ঢাবির ভর্তি ওয়েবসাইটে লগইন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ ফল দেখতে পারবেন।

অনলাইনে ভর্তি ফলাফল দেখতে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে যেতে হবে। এরপর শিক্ষার্থীরা নিজের এইচএসসি এসএসসির তথ্য দিয়ে লগইন করতে পারবেন। শিক্ষার্থীর নিজের প্রোফাইলে ঢুকলে ভর্তির ফল দেখতে পাবেন।

মোবাইল মেসেজে ভর্তির ফল জানতে DU<space>unit<space> Roll লিখে ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিলে ফল জানা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়