সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২০ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারত থেকে এল ডিমের প্রথম চালান, হালি হবে ৪০ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ৬ নভেম্বর ২০২৩

ভারত থেকে এল ডিমের প্রথম চালান, হালি হবে ৪০ টাকা

ছবি: ইন্টারনেট

বাজার স্বাভাবিক করতে গত সেপ্টেম্বরে ১০টি প্রতিষ্ঠানকে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার। আমদানির অনুমতি দেয়ার দেড় মাসের বেশি সময় পর ভারত থেকে ডিমের প্রথম চালান এসেছে দেশে। শুল্কসহ প্রতিটা ডিমের দাম পড়েছে টাকা ২৩ পয়সা।

গতকাল রোববার একটি ট্রাকে করে যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে এই ডিম বাংলাদেশে ঢুকেছে।

 যে প্রতিষ্ঠান এই ডিম নিয়ে এসেছে, তাদের আমদানির অনুমতি ছিল এক কোটির। প্রথম চালানে তারা ডিম নিয়ে এসেছে ৬১ হাজার ৯৫০টি।

বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেয়ার পর এর প্রথম চালান হিসেবে ঢাকার বিডিএস করপোরেশন রোববার সন্ধ্যায় ভারতীয় মালবাহী একটি ট্রাকে ৬১ হাজার ৯৫০টি ডিম আমদানি করেছে। যার প্রতিটা ডিমের আমদানি মূল্য পড়েছে টাকা ৪৩ পয়সা। শুল্ক টাকা ৮০ পয়সা। সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় অংশের পরিবহন খরচ। তাতে মোট দাম পড়েছে টাকা ২৩ পয়সা। এরপর দেশের অংশের পরিবহন খরচসহ অন্যান্য খরচ যোগ হবে।

যশোরের বেনাপোল স্থলবন্দরের দায়িত্বপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মো. রেজাউল করিম বলেন, সন্ধ্যায় একটি ট্রাকে করে ভারত থেকে প্রথম ডিমের চালান এসেছে। ভারতীয় ট্রাক থেকে বাংলা ট্রাকে ওই ডিম রাত ১০টার দিকে বন্দর ছেড়ে গেছে।

প্রসঙ্গত, তিন মাস আগে নানা কারণ দেখিয়ে দেশের বাজারে টাকা থেকে বাড়িয়ে ১৩-১৪ টাকায় ডিম বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। সরকার বিভিন্নভাবে চেষ্টা করেও বাজার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। বাধ্য হয়ে গত ১৮ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমতি দেয় সরকার। অবশেষে আজ সন্ধ্যায় প্রথম চালানে ভারত থেকে ৬১ হাজার ৯৫০ ডিম আমদানি হয়।

গত ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ৪টি প্রতিষ্ঠানকে ভারত থেকে ডিম আমদানির অনুমতি দেয়। পরে আরও দুই ধাপে মোট ১৫টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার। বাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়