বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কত বাড়তে পারে প্রতি কিলোমিটারে বাস-লঞ্চের ভাড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ৬ আগস্ট ২০২২

আপডেট: ১৫:৩৭, ৬ আগস্ট ২০২২

কত বাড়তে পারে প্রতি কিলোমিটারে বাস-লঞ্চের ভাড়া

ছবি সংগৃহীত

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন খাতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে একটি বিশ্লেষণ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সেখানে বলা হয়, বর্তমানে শহর এলাকায় যাত্রীপ্রতি ভাড়া (৫২ সিটের বাসের ক্ষেত্রে) প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা করে। ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বাড়বে ১৩ টাকা ৬০ পয়সা (প্রতি লিটারে বাস ২.৫০ কিলোমিটার যায়)।

সে হিসাবে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া বাড়বে ০.২৮৩ পয়সা। এর ফলে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে (২.১৫+০.২৮৩) = ২ টাকা ৪৩ পয়সা। এতে বাস ভাড়া বৃদ্ধির হার হবে ১৩.১৬ শতাংশ।

একইভাবে দূরপাল্লার বাসের (৫২ সিটের) ক্ষেত্রে বর্তমানে যাত্রীপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা। ডিজেলের মূল্য ৩৪ টাকা বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসের খরচ বাড়বে ১০ টাকা ৪৬ পয়সা (প্রতি লিটারে বাস ৩.২৫ কিলোমিটার যায়)।

সে হিসাবে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া বাড়বে ০.২৯২ পয়সা। এর ফলে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে বাস ভাড়া হবে (১.৮০+০.২৯২) = ২ টাকা ৯২ পয়সা। এতে বাস ভাড়া বৃদ্ধির হার হবে ১৬.২২ শতাংশ।

যাত্রী লঞ্চের ক্ষেত্রে বর্তমানে ভাড়া ২ টাকা ১৯ পয়সা প্রতি কিলোমিটার (ডিজেলের মূল্য ৮০ টাকা লিটার হিসেবে)। ডিজেলের মূল্য বৃদ্ধি যাত্রী ভাড়া বৃদ্ধি পাবে ৪২ পয়সা। সেক্ষেত্রে লঞ্চের ভাড়া হবে (২.১৯+০.৪২) = ২.৬২ টাকা। এর ফলে প্রতি কিলোমিটারে লঞ্চের ভাড়া বৃদ্ধির হার ১৯.১৮ শতাংশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়