বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আদালতে গ্রেনেড হামলার আসামিরা

প্রকাশিত: ০৫:৪৫, ১০ অক্টোবর ২০১৮

আপডেট: ০৮:৩৭, ১০ অক্টোবর ২০১৮

আদালতে গ্রেনেড হামলার আসামিরা

আদালতে আনা হয়েছে ২০০৪ সালের ২১আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলার আসামি লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুসহ ৩১ জনকে ।বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আসামিদের নাজিমউদ্দিন রোডের অস্থায়ী আদালতের নিকটবর্তী পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে বিডিআর বিচারের জন্য তৈরি করা আদালতে রাখা হয়েছে। এজলাস শুরু হওয়ার ১০ থেকে ১৫ মিনিট আগে তাদেরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা । আলোচিত এ গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করবেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন । ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি মোট ৫২ জন থাকলেও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের মামলায় এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও শরিফ শাহেদুল ইসলাম বিপুলের ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলার মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ৪৯ জন। আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, মুফতি হান্নানের ভাই মুহিবুল্লাহ মফিজুরসহ ৩১ জন কারাগারে ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে ছিলেন। মামলার যুক্তিতর্কের শেষদিন তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী,কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ মামলার ১৮ আসামি পলাতক রয়েছেন। আলোআভানিউজ২৪ডটকম/আরএ  
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়