শনিবার ২৬ অক্টোবর ২০২৪, কার্তিক ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

নগর প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ১৩ জুন ২০২৪

আপডেট: ১৩:৩৩, ১৩ জুন ২০২৪

রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

ছবি সংগৃহীত

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রায় দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে। 

বৃহস্পতিবার (১৩ জুন) লোকাল, কমিউটার ও আন্তঃনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। টিকেট কালোবাজারি ঠেকাতে আগেই অনলাইনে টিকেট কেটেছেন যাত্রীরা। এবার ৭৫শতাংশ ঈদের অগ্রিম টিকেট ছাড়া হয়েছিলো অনলাইনে।

এদিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছেন, ঈদকে কেন্দ্র করে টিকেট কালোবাজারি, অজ্ঞান পার্টি, মলম পার্টির ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরাফাত ইসলাম আরো বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি তৎপর রয়েছে র‍্যাব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়