
ছবি সংগৃহীত
চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত রেলের অস্থায়ী শ্রমিকদের ধর্মঘটে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) রেলপথ অবরোধ করে রাখা শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিলে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকার মালিবাগে রেললাইন আটকে স্থায়ী শ্রমিকেরা কর্মসূচি পালন করলে রাজধানীর সঙ্গে দেশের বেশ কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এসময় আন্দোলনকারীরা বলেন, বিভিন্ন সময় অন্তত ৭ হাজার শ্রমিককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয় রেলওয়ে। ১০ থেকে ১৫ বছরেও স্থায়ী হননি অনেকের। উল্টো আউটসোর্সিংয়ের শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ৫ মাস ধরে বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়।
তারা বলেন, এ বিষয়ে মন্ত্রীর সঙ্গেও কয়েক দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাই বাধ্য হয়েই আন্দোলনে তারা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রেলওয়ে পুলিশ তাদের দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেই সময়ের মধ্যে তারা রেললাইন না ছাড়ায় ন্যূনতম শক্তি প্রয়োগ করে তাদের এখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, রেল চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ে পুলিশকে সহযোগিতা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।