শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এবার রানির রাজদণ্ডের হীরা ফেরত চাইল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২২

এবার রানির রাজদণ্ডের হীরা ফেরত চাইল দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর পরেই কোহিনূর ফেরত চেয়েছিল ভারত। এবার ব্রিটেনের রাজদণ্ডে থাকা বিশ্বের সবচেয়েবড় স্বচ্ছ হীরাফেরত চাইছে দক্ষিণ আফ্রিকা। খবর সিএনএন

হীরাটি ফেরত এনে দক্ষিণ আফ্রিকার জাদুঘরে রাখার দাবি করেছেন দেশটির জনগণ। দাবিতে একটি আবেদনে এরই মধ্যে হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছে।

আবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার জনগণ বিশ্বাস করেন ওই হীরার প্রকৃত মালিক তাঁরাই।

১৯০৫ সালের ২৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার খনিতে পাওয়া যায় এটি। খনির তৎকালীন চেয়ারম্যান থমাস কুলিনানের নামানুসারে হীরা নামকরণ করা হয়। পরবর্তীতে হীরাটিদ্য গ্রেট স্টার অব আফ্রিকানামেও পরিচিতি পায়। রাজা এডওয়ার্ড সপ্তমকে জন্মদিনের উপহার হিসেবে হীরাটি ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা তখন ব্রিটিশ কলোনির অংশ ছিল।

হাজার ১০৬ ক্যারেট ওজনের হীরার দৈর্ঘ্য ছিল ১০. সেন্টিমিটার এবং প্রস্থ .৩৫ সেন্টিমিটার। পরে ওই হীরক খণ্ডটিকে ৯টি টুকরো করা হয়। সবচেয়ে বড় টুকরোটির ওজন ৫৩০ ক্যারেট, যা এখন শোভা পাচ্ছে রাজদণ্ডে।

এদিকে, রানির মৃত্যুর পর থেকে রাজপরিবারের মালিকাধীন রত্ন পাথর, যেগুলো দক্ষিণ আফ্রিকার খনি থেকে পাওয়া; সেগুলো নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বিতর্ক চলছে।

উল্লেখ্য, রাজদণ্ড হল রাজকীয় চিহ্ন হিসেবে শাসক রাজার হাতে থাকা একটি দণ্ড। রূপকভাবে এর অর্থ রাজকীয় বা সার্বভৌমত্ব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়