মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নেপালকে উড়িয়ে দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ২০ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৪:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২২

নেপালকে উড়িয়ে দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশের মেয়েরা

এমন দিনটির জন্য কত দীর্ঘ অপেক্ষা। স্বপ্নের শিরোপা জিতে আনন্দে ভাসছে স্বপ্না, মনিকা, শামসুন্নাহাররা। তবে আসল উৎসব হবে বিজয়ীদের দেশে ফেরার পর।

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, দেশের ১৬ কোটি মানুষ যেভাবে প্রত্যাশা নিয়ে ছিল এবং এতগুলো মানুষের দোয়া তো আর বিফলে যেতে পারে না। দর্শকের চাপ মাঝে মাঝে ভালোও লেগেছে।

ফুটবলার সানজিদা আক্তার বলেন, বিশ্বাস হচ্ছে না যে আমরা এখন চ্যাম্পিয়ন। কারণ ভারতকে হারিয়েছি তারপর নেপালকে হারিয়ে আমরা আমাদের ট্রফিই রেখে দিলাম এবার।

বাংলাদেশ নারী দলের সহকারী কোচ বলেন, এটার জন্য সর্বপ্রথমে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি। আমাদের সাফ ফুটবলে যে আমরা নতুন চ্যাম্পিয়ন এটা প্রমাণ করলো বাংলাদেশ নারী ফুটবল আজকে একটা অবস্থানে রয়েছে।

সুশৃঙ্খল জীবযাপন, কঠোর পরিশ্রম আর একাগ্রতায় নারীরাই এমন দিন গড়ে নিয়েছে নিজেদের জন্য। আগামীতে আরও বড় লক্ষ্য বাংলাদেশের।

কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, মেয়েরা মিরাক্যাল পারফরম্যান্স করেছে। এখন তারা দক্ষিণ এশিয়ার সেরা দল। আমাদের পরবর্তী টার্গেট সেন্ট্রাল এশিয়ায় ভালো করা। এরপর পর্যায়ক্রমে আরও বড় লেভেলে ভালো করা।

কাঠমান্ডুতে শুরু হওয়া উৎসব রঙিন হবে বুধবার। সেদিন ট্রফি নিয়ে ঢাকা ফিরবে বাংলাদেশ দল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়