শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নেতৃত্ব পেয়ে একাই অনুশীলনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ১৪ আগস্ট ২০২২

নেতৃত্ব পেয়ে একাই অনুশীলনে সাকিব

অনুশীলনে ব্যস্ত সাকিব

আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিক অধিনায়ক ঘোষণা করে বিসিবি। একই সময় ঘোষণা করা হয় আসন্ন এশিয়া কাপের স্কোয়াডও।

রোববার (১৪ আগস্ট) সকালে মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম একাই অনুশীলন করেন নতুন টি-টোয়েন্টি কাপ্তান। সকাল ১০টার আশপাশে  স্টেডিয়ামে গিয়ে প্রথম জিম সেশন পরে রানিং সেশন করেছেন সাকিব।

দল ঘোষণা করলেও খুব শিগগিরই অনুশীলন নেই টাইগারদের। মূলত এখন দেশে জাতীয় দলের কোনো কোচিং স্টাফই নেই। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ অ্যালান ডোনাল্ডসহ প্রায় সব বিদেশি কোচ নিজ নিজ দেশে ফিরে গেছেন। তারা এখন ছুটিতে আছেন।

বিসিবির উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্র জানিয়েছে, কোচরা ছুটি কাটিয়ে বাংলাদেশে আসবেন আগামী শুক্রবার (১৯ আগস্ট) আর তাই কোনো রকম আনুষ্ঠানিক প্র্যাকটিস সেশনের সম্ভাবনা নেই। তবে জাতীয় দলের অনুশীলন না থাকলেও একাই মাঠে গিয়েছিলেন অধিনায়ক সাকিব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়