শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জিএম কাদেরকে রাঙ্গার হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২২

জিএম কাদেরকে রাঙ্গার হুঁশিয়ারি

ছবি সংগৃহীত

জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া চেয়ারম্যান জিএম কাদেরের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক গঠনতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেছেন পার্টির সাবেক মহাসচিব বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
অব্যাহতির পর তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। রাঙ্গা বলেন, ‘আমি যা বলেছি সত্য বলেছি এবং বলব। পার্টির বিভিন্ন বিষয়ে কথা বলার রাইট আমার আছে। আমাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জিএম কাদেরের স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক গঠনতন্ত্রবিরোধী।

রাঙ্গা আরও বলেছেন, এবার দল ভাঙলে আর টিকবে না। তিনি বলেন, এর আগে আটবার দল ভেঙেছে।

এসময় রাঙ্গা জানান, নতুন কোনো দলে যোগ দেবেন না তিনি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙ্গাকে লের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেন।

ইতোমধ্যে আদেশ কার্যকর হয়েছে লে জাতীয় পার্টির প্রেস উইং থেকে জানানো য়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন রাঙ্গা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়