বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কুসিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ১৫ জুন ২০২২

কুসিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বুধবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মেয়র প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী রিফাত, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু নিজাম উদ্দিন কায়সারের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) এটি প্রথম নির্বাচন।

এখানে সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন প্রার্থী লড়াই করছেন।

নির্বাচনে ভোটার সংখ্যা লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী লাখ ১৭ হাজার ৯২। তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হবে।

সুষ্ঠু ভোটের জন্য স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে আছে বিপুলসংখ্যক ্যাব, পুলিশ, বিজিবি, আনসার গোয়েন্দা সংস্থার সদস্য।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়