মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় রুশ দূতাবাসের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ২৭ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় রুশ দূতাবাসের শোক

ছবি সংগৃহীত

পঞ্চগড়ের বোদায় উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তিন দিনে ৬১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরবেলা থেকে আউলিয়া ঘাটে পুনরায় উদ্ধারকাজ শুরু করেন ডুবুরি, ফায়ার সার্ভিসের কর্মী স্থানীয়রা। এই রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার আরও ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

নৌ-দুর্ঘটনায় অর্ধশতাধিক হিন্দু তীর্থযাত্রীর প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশে রাশিয়ার দূতবাস। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শোক জানিয়েছে তারা।

রুশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ‘পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবিতে ৫০জন বেশি তীর্থযাত্রীর প্রাণহানির দুরঘটনায় বাংলাদেশে রাশিয়ার দূতাবাস শোক প্রকাশ করছে।

সেখানে আরও বলা হয়, ‘প্রয়াতদের আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত স্বজনদের আর সমস্ত হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। দূতাবাস আশা করে যে নিখোঁজ সব তীর্থযাত্রীরা নিকট ভবিষ্যৎে উদ্ধার করা হবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়