বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২২

সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

ছবি সংগৃহীত

ফরিদপুর- সংসদীয় আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) তফসিল অনুযায়ী আগামী নভেম্বর আসনটিতে উপনির্বাচন হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই আসন শূন্য হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব উপনির্বাচনের এই তথ্য নিশ্চিত করেছেন।

তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১০ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ অক্টোবর। ভোটাভুটি হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)

সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। গত ১১ সেপ্টেম্বর সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর- আসন শূন্য হয়।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী। পরে তার নির্বাচনী আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়