শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজউক থেকে গ্রাহকের নথি গায়েবের ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ২ জানুয়ারি ২০২৩

রাজউক থেকে গ্রাহকের নথি গায়েবের ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

ছবি: ইন্টারনেট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় রাজউকের ব্যাখ্যা তলব করেছেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে রাজউকের চেয়ারম্যানকে বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

সোমবার ( জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাস থেকে আধুনিক পদ্ধতিতেই গ্রাহকদের সেবা দিয়ে আসছিল রাজউক। সংস্থাটির ওয়েবসাইটেও সব গ্রাহকের ভবনের তথ্য সংরক্ষিত ছিল।

সম্প্রতি রাজউকের সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদনসংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েব হয়ে গেছে।

এটি নিছক কারিগরি ত্রুটি, নাকি ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত, সে বিষয়ে এখনো অন্ধকারে রাজউক। অন্যদিকে এই বিপর্যয়ের কারণ উদ্ঘাটনে রাজউকের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, ঘটনার তিন সপ্তাহ পরও সরকারি এই সংস্থা কোনো তদন্ত কমিটিও করেনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়