শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সুইস রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাহার ছাড়া কোনো উপায় নেই: হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ আগস্ট ২০২২

সুইস রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাহার ছাড়া কোনো উপায় নেই: হাইকোর্ট

ছবি সংগৃহীত

বক্তব্য প্রত্যাহার করা ছাড়া কোনো উপায় নেই সুইস রাষ্ট্রদূতের। তার বক্তব্য রাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

রোববার (১৪ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

হাইকোর্ট বলেন, রাষ্ট্রদূত কিভাবে বললেন বাংলাদেশীদের অর্থ জমা রাখার ব্যাপারে কোনো তথ্য চাওয়া হয়নিআমাদের কাছে তা বোধগম্য নয়।

সময় হাইকোর্ট রাষ্ট্রপক্ষ দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, যেসব তথ্য উপস্থাপন করেছেন আপনারা, তাতে এটা প্রমাণিত যে রাষ্ট্রদূতের বক্তব্য সাংঘর্ষিক।

এর আগে রোববার সকালে হাইকোর্টে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ-এর প্রতিবেদন আসে। প্রতিবেদনে জানানো হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশীদের জমা রাখা অর্থ সংক্রান্ত বিভিন্ন তথ্য বিভিন্ন সময় দেশটির আর্থিক গোয়েন্দা সংস্থা এফআইইউয়ের কাছে চাওয়া হয়েছে। সবশেষ গত ১৭ জুন সংস্থাটির কাছে সংক্রান্ত তথ্য চেয়েছিল বিএফআইইউ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়