বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পারমাণবিক শক্তি বৃদ্ধি অব্যাহত রাখবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ১১ জানুয়ারি ২০২৩

পারমাণবিক শক্তি বৃদ্ধি অব্যাহত রাখবে রাশিয়া

ছবি: ইন্টারনেট

রাশিয়া তার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রধান নিশ্চয়তা হিসাবে পারমাণবিক শক্তি বিকাশ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটি প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

গতকাল মঙ্গলবার মস্কোতে সামরিক প্রধানদের সঙ্গে বছরের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাক।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধবিমান, বোমারু বিমান মনুষ্যবিহীন আকাশযান উভয় ক্ষেত্রেই রাশিয়ার মহাকাশ বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়ানো হবে।

তিনি বলেন, আমাদের তাৎক্ষণিক পরিকল্পনা হলো আধুনিক অস্ত্র দ্বারা অস্ত্রাগার প্রসারিত করা। একটি সমান গুরুত্বপূর্ণ কাজ হলো কর্মীদের সামরিক সরঞ্জাম এবং কৌশলগত গিয়ারকে স্বল্পতম সময়ে সর্বোচ্চ স্তরে নতুনভাবে সজ্জিত করা।

শোইগু রাশিয়ার সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলেন, ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থারও উন্নতি প্রয়োজন, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার একীকরণ অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, এসব প্রচেষ্টা রুশ বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়াবে। রাশিয়া তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধে সাহায্য করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়