বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইউক্রেন দখলকৃত অঞ্চলে গণভোট চালাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২২

ইউক্রেন দখলকৃত অঞ্চলে গণভোট চালাচ্ছে রাশিয়া

ছবি সংগৃহীত

ইউক্রেনে রুশ দখলকৃত চার অঞ্চলে ভোট সংগ্রহে বাড়ি বাড়ি যাচ্ছে রুশ সেনারা। ভয়ভীতি দেখিয়ে আদায় করছে সমর্থন, এমন অভিযোগ কিয়েভের। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তি নিয়ে গণভোট শুরু হয় লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন জাপোরিঝিয়ায়।

পাঁচদিন ব্যাপী গণভোটের প্রথম দিনে ভোট দেন রুশ দখলকৃত ওই চার অঞ্চলের বাসিন্দারা। রাশিয়ায় যোগদানের পক্ষে-বিপক্ষে জানান নিজেদের রায়।

চার অঞ্চলের বাইরেও মস্কো, খাবারোভস্ক ক্রাইমিয়ায় বসানো হয়েছে পোলিং স্টেশন। রাশিয়ার দাবি, নিজেদের ভবিষ্যৎ বেছে নেয়ার সুযোগ পাচ্ছে অঞ্চলের বাসিন্দারা। স্থানীয়দের অনেকেই অবশ্য স্বতঃস্ফূর্তভাবেই দেন ভোট।

রাশিয়ার এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন, এই মিথ্যা গণভোটের বিরুদ্ধে স্পষ্ট নিন্দা জানাবে বিশ্ব। এটা কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়; একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ। দখলকৃত এলাকায় যারা আছেন তাদের প্রতি আহ্বান, নিরাপদে থাকুন। দখলদারদের উৎখাতে আমাদের সহায়তা করুন।

ইউক্রেনের ভূমি দখলে রাশিয়ার গণভোট আয়োজনকে অনৈতিক পদক্ষেপ আখ্যা দিয়েছে ধনী দেশগুলোর সংগঠন জি সেভেন। ইউক্রেনের ওপর আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়েরে বলেছেন, রাশিয়া নতুন করে যে দখলদারিত্ব শুরু করেছে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে আমরা প্রস্তুত। আমাদের মিত্ররাও পদক্ষেপে শামিল হবে।

শুক্রবার শুরু হওয়া গণভোট চলবে মঙ্গলবার পর্যন্ত। ফলাফল রাশিয়ার পক্ষে গেলে, ইউক্রেনের মূল ভূখণ্ডের আরও ১৫ শতাংশ যুক্ত হবে রুশ ফেডারেশনের সাথে। এর আগেও ২০১৪ সালে এক গণভোটের মাধ্যমে দখলকৃত ক্রাইমিয়াকে নিজেদের অংশ বলে ঘোষণা দিয়েছিলো মস্কো।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়