শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাতে ডাক্তার পাওয়া নিয়ে মেয়রের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিডিএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ৩১ আগস্ট ২০২২

রাতে ডাক্তার পাওয়া নিয়ে মেয়রের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিডিএফ

ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপসের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)

বুধবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

সংগঠনের চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেল মহাসচিব অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতের বেলা ডাক্তার পাওয়া যায় না বলে মেয়র ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন, তা পুরোপুরি মিথ্যা মনগড়া। এই বক্তব্যে চিকিৎসক সমাজ বিস্মিত ক্ষুব্ধ। নিন্দা জানিয়ে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বিডিএফ।

এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) দক্ষিণের নগর ভবনে সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ষোড়শ করপোরেশন সভার সূচনা বক্তব্যে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, রাত ২টার পর হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকান খোলা রাখতে হলেযৌক্তিক কারণদেখিয়ে আবেদন করতে হবে।রাতের বেলা চিকিৎসকই পাওয়া যায় না, সেখানে ওষুধের দোকান কেন খোলা রাখা হবে?’

এমন বক্তব্যের পর পরই বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) প্রতিবাদ জানালো।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়