শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

যেভাবে দেখা যাবে এসএসসির ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ২৮ নভেম্বর ২০২২

যেভাবে দেখা যাবে এসএসসির ফল

ছবি সংগৃহীত

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে ফল প্রকাশ করা হয়। এর আগে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে অক্টোবর শেষ হয় এসএসসি সমমানের তত্ত্বীয় পরীক্ষা। দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা-কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট শিক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

ফলাফল জানতে পারবেন যেভাবে: ফলাফল প্রকাশ করা হলে পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইট থেকে ফল জানার জন্য রোল নম্বর, রেজি: নম্বর, পরীক্ষার নাম, বছর শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল জানা যাবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ—SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ—DAKHIL MAD 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। আর ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়